লুপ
কম্পিউটার প্রোগ্রামিং এ লুপ হচ্ছে কোন স্টেট্মেন্ট বার বার করা যতক্ষণ পর্যন্ত না এটা একটা নির্দিষ্ট শর্ত (কন্ডিশন) পূরণ করে। অন্যান্য সব প্রোগ্রামিং প্রোগ্রামিং ল্যাংগুয়েজের মত পাইথনেও লুপ ব্যবহার করা হয়। পাইথন দু’রকমের লুপ আছেঃ
for loop
while loop
Last updated