অধ্যায় ৪ঃ পাইথন কম্প্রিহেনশন্স
পাইথন কম্প্রিহেনশন্স খুবই মজার একটি বিষয়। কম্প্রিহেনশন্স লিখায় তুমি যত পারদর্শী হবে নিজেকে ততটা স্পেশাল প্রোগ্রামার মনে হবে।কারণ কম্প্রিহেনশন লিখা টা একটু জটিল। এই অধ্যায়ে আমরা পাইথন কম্প্রিহেনশন্স সম্পর্কে আলোচনা করব।
Last updated