কালেকশন ডেটা টাইপ্স
আমরা যে ডেটা টাইপ্স গুলো নিয়ে আলোচনা করছি সেগুলো সিঙ্গেল ভ্যালু ডেটা নিতে পারত। কিন্তু আমরা যদি একটি ভ্যারিয়েবলে একই টাইপের বা ভিন্ন টাইপের ডেটা রাখতে চাই তখন আমাদের এক স্পেশাল ডেটা টাইপ প্রয়োজন হবে। এগুলো কে কালেকশন ডেটা টাইপ্স বলে। সি বা সি++ এ যেমন অ্যারে। এগুলোকে আবার ডেটা স্ট্রাকচার ও বলা হয়। কিন্তু পাইথনে এদের কে ডেটা টাইপ হিসেবেই ধরা হয়। যে নামেই ডাকি না কেন জিনিস তো একটাই। চল শুরু করা যাক...
Last updated