ম্যাপিং
ম্যাপিং টাইপ ডেটা টাইপের বৈশিষ্ট্য হল অন্যান ডেটা টাইপের মত এদের কোন ইনডেক্স নেই বরং প্রতিটি ডেটার সাথে একটি ‘কি’ দেয়া থাকে যার মাধ্যমে সে ‘কি’ তে থাকা ভ্যালু কে আমরা এক্সেস করতে পারি। এই ‘কি’ এবং ‘ভ্যালু’র জোড় কে ‘কি-ভ্যালু পেয়ার’ বলে।
Last updated