ডেসিমাল
ডেসিমাল ডেটা টাইপ পাইথনের কোন বিল্ট ইন ডেটা টাইপ না। এটি পাইথন স্ট্যান্ডার্ড লাইব্রেরি থেকে ইম্পোর্ট করতে হয়। মূলত গানিতিক হিসেবে সূক্ষাতিসূক্ষ্য ভুল এড়ানোর জন্য এ ডেটা টাইপ ব্যবহার করা হয়।
3.4 এর প্রকৃত মান হচ্ছে ডেসিমাল ভ্যালুটি। এ সংখ্যাটিকে নির্দিষ্ট অংক পর্যন্ত আউট পুট পেতে quantize () ফাংশন ব্যবহার করতে হবে।
এখানে ডেসিমাল ডেটা টাইপ একটি বিশাল সংখ্যা রিটার্ণ করেছে। কিন্তু সবসময় এত বড় সংখ্যার প্রয়োজন হয় না । getcontext() ফাংশনের prec প্যারামিটার ব্যবহার করে আমরা নিজের ইচ্ছে মত সংখ্যা নির্ধারণ করে দিতে পারি। তবে এক্ষেত্রে দশমিকের আগের সংখ্যা ও prec এর ভ্যালু’র ভেতরে গণনা করা হয়।
লক্ষ্য কর getcontext() ফাংশনের prec প্যারামিটারের মান পরিবর্তন হয়ে গেছে।
Last updated