লিস্ট কম্প্রিহেনশন্স
বেসিক সিনট্যাক্সঃ (values) = [(expression) for in (data) in (collection)]
এই এক্সপ্রেশনকে বোঝার জন্য আমরা এর সাধারন পদ্ধতি দেখিঃ
এখানে expression এর ভ্যালু data হতে পারে বা যে কোন অপারেশন হতে পারে।
এই প্রোগ্রামটাকে যদি কম্প্রিহেনশন ব্যবহার করে লিখা হয় তাহলে এমন হবে,
এখানে প্রথম n হল expression এবং দ্বিতীয় n হল data এর ভ্যালু আবার যখন if ব্যবহার করব তখন আমাদের সিনট্যাক্স টা হবে এমনঃ [(expression) for (data) in (collection) if (condition)] এর সাধারন পদ্ধতি হলঃ
উদাহরণ ২:
এই সম্পূর্ন কোড কে আরও ছোট করে ১ লাইনে লিখা যায়।
আমরা প্রথমে যে আউটপুট পাচ্ছি সেগুলোকে লিস্ট অবজেক্টে পরিবর্তন করে নিয়েছি এবং print() ফাংশনে পাস করে দিয়েছি।
উদাহরণ ৩:
এই প্রোগ্রাম লিখার জন্য নেস্টেড লিস্ট কম্প্রহেনশন ব্যবহার করতে হবে।
ফর লুপ দুটোর স্থান পরিবর্তন করে আউটপুটের ভিন্নতার কারণ বিশ্লেষণ করার চেষ্টা কর।
Last updated