ফ্রোজেন সেট

ফ্রোজেন অর্থ জমাটবদ্ধ। আমরা সাধারনত সেট’এ এলিমেন্ট যোগ করা,বিয়োগ করা, সহ নানা অপারেশন চালাতে পারি। কিন্তু ফ্রোজেন সেট হচ্ছে একটি জমাটবদ্ধ সেট যাকে পরিবর্তন করার অনুমতি পাইথন আমাদের দেয় না।

>>> a = frozenset()
>>> a.add(3)
Traceback (most recent call last):
  File "<pyshell#23>", line 1, in <module>
    a.add(3)
AttributeError: 'frozenset' object has no attribute 'add'

Last updated