আর্গুমেন্টস অব ফাংশন্স

আর্গুমেন্ট বা প্যারামিটার, ফাংশন কল করার সময় ফাংশন এক্সিকিউশনের জন্য প্রয়োজনীয় যে ডেটা পাঠাতে তাকে আর্গুমেন্টস বলে। পাইথন ফাংশনে চার ধরনের আর্গুমেন্টস ব্যবহার করা যায়।

  • ডিফল্ট আর্গুমেন্টস

  • রিকোয়ার্ড বা পজিশনাল আর্গুমেন্টস

  • কি-ওয়ার্ড আর্গুমেন্টস

  • ভ্যারিয়েবল লেনথ আর্গুমেন্টস

Last updated