আর্গুমেন্টস অব ফাংশন্স
আর্গুমেন্ট বা প্যারামিটার, ফাংশন কল করার সময় ফাংশন এক্সিকিউশনের জন্য প্রয়োজনীয় যে ডেটা পাঠাতে তাকে আর্গুমেন্টস বলে। পাইথন ফাংশনে চার ধরনের আর্গুমেন্টস ব্যবহার করা যায়।
ডিফল্ট আর্গুমেন্টস
রিকোয়ার্ড বা পজিশনাল আর্গুমেন্টস
কি-ওয়ার্ড আর্গুমেন্টস
ভ্যারিয়েবল লেনথ আর্গুমেন্টস
Last updated
Was this helpful?