ভ্যারিবেল লেনথ আর্গুমেন্টস
অনেক প্রোগ্রাম লিখার সময় আমাদের জানা থাকে না যে ঠিক কতটা আর্গুমেন্টস পাঠানো হবে। আমরা যে সাধারন ক্যাল্কুলেটর ব্যবহার করি সেখানেও আমরা আগে থেকে বলে দেই না যে আমরা ঠিক কতটা সংখ্যার ক্যালকুলেশন করব। আমরা একের পর এক ইনপুট দিতে থাকি এবং ক্যাল্কুলেটরের ফাংশন ফলাফল রিটার্ণ করতে থাকে। এরকম অনেক ক্ষেত্রেই অজানা সংখ্যক আর্গুমেন্টসের প্রয়োজন পড়তে পারে। তখনই আমরা পাইথনের ভ্যারিয়েবল-লেন্থ আর্গুমেন্ট ব্যবহার করি।
আউটপুট
এবার সেই ছোট্ট প্রোগ্রাম টা লিখি যা অজানা সংখ্যক সংখ্যার যোগফল রিটার্ন করবে।
একইভাবে কি-ওয়ার্ড আর্গুমেন্ট ও ভ্যারিয়েবল লেন্থ হিসেবে ডিফাইন করা যায়। তখন একটি স্টারের
জায়গায় দুটি স্টার দিতে হয়
দিতে হয়। এটি একটি ডিকশনারি।
Last updated