রিকোয়ার্ড আর্গুমেন্টস

যে আর্গুমেন্টস ফাংশন কল করার সময় অবশ্যই পাস করতে হয় তাকে রিকোয়ার্ড আর্গুমেন্টস বলে। এবং একটি ফাংশনে একাধিক রিকোয়ার্ড আর্গুমেন্টস থাকলে তা ঠিক একই পজিশনে পাস করতে হয়।

def string (arg1, arg2):
      print(str)

string(6)

TypeError: string() missing 1 required positional argument: 'arg2' 
[Program finished]

Last updated