কমেন্টস

প্রোগ্রামিং এ কমেন্টিং এর অভ্যাস গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। কোডকে রিডেবল করার জন্য কমেন্টিং করা খুবই জরুরি। তা না হলে দেখা যায় কিছু দিন পর নিজের লিখা কোড নিজেই বুঝতে বেগ পেতে হয়। আর কমেন্ট লিখার সময় ও খেয়াল রাখতে হবে যে কমেন্ট যেন স্পষ্ট হয়। একটা বিখ্যাত উক্তি আছে “Code never lies, comments sometimes do”. পাইথনে কমেন্টিং এর জন্য (#) হ্যাস চিহ্ন ব্যবহার করা হয়।

# This is a comment

Last updated