🐍
পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
  • পাইথন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ
  • সূচি
  • ব্রিফ হিস্টোরি অফ পাইথন
  • অধ্যায়ঃ১ পাইথন বেসিক
    • ভ্যারিয়েবল
    • কন্সট্যান্টস
    • আইডেন্টিফাইয়ারস
    • নেমিং কনভেনশন
    • ইন্ডেনটেশন
    • কমেন্টস
    • ডক স্ট্রিংস
    • রিজার্ভড কি-ওয়ার্ডস
    • অপারেটরস
      • এরিথমেটিক অপারেটরস
      • রিলেশনাল অপারেটরস
      • লজিক্যাল অপারেটরস
      • বিট-ওয়াইজ অপারেটরস
      • অ্যাসাইনমেন্ট অপারেটরস
      • আইডেন্টিটি অপারেটরস
      • মেম্বারশিপ অপারেটরস
    • ইনপুট-আউটপুট
  • অধ্যায়ঃ ২ ডেটা টাইপ্স
    • জেনারেল টাইপ্স
      • ইন্টিগ্রাল
        • ইন্টিজার
        • বুলিয়ান
      • ফ্লোটিং
        • ফ্লোটিং পয়েন্ট
        • কমপ্লেক্স
        • ডেসিমাল
      • স্ট্রিংস
    • কালেকশন ডেটা টাইপ্স
      • সিকোয়েন্স টাইপ
        • লিস্ট
        • ট্যুপল
      • সেট টাইপ
        • সেট
        • ফ্রোজেন সেট
      • ম্যাপিং
        • ডিকশনারি
        • কাউন্টার
  • অধ্যায় ৩ঃ কন্ট্রোল স্ট্রাকচারস
    • কন্ডিশনাল স্টেটমেন্ট
    • লুপ
      • ফর লুপ
      • হোয়াইল লুপ
      • রেঞ্জ range()
      • enumerate()
      • zip()
  • অধ্যায় ৪ঃ পাইথন কম্প্রিহেনশন্স
    • লিস্ট কম্প্রিহেনশন্স
    • ডিকশনারি কম্প্রিহেনশন্স
    • সেট কম্প্রিহেনশন্স
  • অধ্যায় ৫ঃ ফাংশনাল প্রোগ্রামিং
    • পাইথন ফাংশন্স
    • আর্গুমেন্টস অব ফাংশন্স
      • ডিফল্ট আর্গুমেন্টস
      • রিকোয়ার্ড আর্গুমেন্টস
      • কি-ওয়ার্ড আর্গুমেন্টস
      • ভ্যারিবেল লেনথ আর্গুমেন্টস
    • রিকার্শন ইন পাইথন
Powered by GitBook
On this page

Was this helpful?

  1. অধ্যায়ঃ১ পাইথন বেসিক

ডক স্ট্রিংস

একাধিক লাইন কমেন্ট লিখার ক্ষেত্রে পাইথনে ট্রিপল সিঙ্গেল কোট (''' ''') অথবা ট্রিপল ডাবল কোট (""" """) ব্যবহার করা হয়। এদেরকে ডকস্ট্রিং বলা হয়। কমেন্টস ও ডক স্ট্রিং এর মাঝে অনেক পার্থক্য আছে।

"""
If I really hate pressing `enter` and
typing all those hash marks, I could
just do this instead
"""

কোন ফাংশন,ক্লাস বা প্যাকেজের ডকুমেন্টেশন লিখার জন্য ডকস্ট্রিং ব্যবহার করা হয়। কোন ফাংশন, ক্লাস বা প্যাকেজের ডকুমেন্টেশ্ন দেখার জন্য বিল্ট-ইন help() ও doc ফাংশন ব্যবহার করতে পারি।

>>> def func():
...     '''this is the function documentation'''
...     pass
>>> print(func.__doc__)
this is the function documentation
>>> help(func)
Help on function func in module __main__:

func()
    this is the function documentation
Previousকমেন্টসNextরিজার্ভড কি-ওয়ার্ডস

Last updated 4 years ago

Was this helpful?