🐍
পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
  • পাইথন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ
  • সূচি
  • ব্রিফ হিস্টোরি অফ পাইথন
  • অধ্যায়ঃ১ পাইথন বেসিক
    • ভ্যারিয়েবল
    • কন্সট্যান্টস
    • আইডেন্টিফাইয়ারস
    • নেমিং কনভেনশন
    • ইন্ডেনটেশন
    • কমেন্টস
    • ডক স্ট্রিংস
    • রিজার্ভড কি-ওয়ার্ডস
    • অপারেটরস
      • এরিথমেটিক অপারেটরস
      • রিলেশনাল অপারেটরস
      • লজিক্যাল অপারেটরস
      • বিট-ওয়াইজ অপারেটরস
      • অ্যাসাইনমেন্ট অপারেটরস
      • আইডেন্টিটি অপারেটরস
      • মেম্বারশিপ অপারেটরস
    • ইনপুট-আউটপুট
  • অধ্যায়ঃ ২ ডেটা টাইপ্স
    • জেনারেল টাইপ্স
      • ইন্টিগ্রাল
        • ইন্টিজার
        • বুলিয়ান
      • ফ্লোটিং
        • ফ্লোটিং পয়েন্ট
        • কমপ্লেক্স
        • ডেসিমাল
      • স্ট্রিংস
    • কালেকশন ডেটা টাইপ্স
      • সিকোয়েন্স টাইপ
        • লিস্ট
        • ট্যুপল
      • সেট টাইপ
        • সেট
        • ফ্রোজেন সেট
      • ম্যাপিং
        • ডিকশনারি
        • কাউন্টার
  • অধ্যায় ৩ঃ কন্ট্রোল স্ট্রাকচারস
    • কন্ডিশনাল স্টেটমেন্ট
    • লুপ
      • ফর লুপ
      • হোয়াইল লুপ
      • রেঞ্জ range()
      • enumerate()
      • zip()
  • অধ্যায় ৪ঃ পাইথন কম্প্রিহেনশন্স
    • লিস্ট কম্প্রিহেনশন্স
    • ডিকশনারি কম্প্রিহেনশন্স
    • সেট কম্প্রিহেনশন্স
  • অধ্যায় ৫ঃ ফাংশনাল প্রোগ্রামিং
    • পাইথন ফাংশন্স
    • আর্গুমেন্টস অব ফাংশন্স
      • ডিফল্ট আর্গুমেন্টস
      • রিকোয়ার্ড আর্গুমেন্টস
      • কি-ওয়ার্ড আর্গুমেন্টস
      • ভ্যারিবেল লেনথ আর্গুমেন্টস
    • রিকার্শন ইন পাইথন
Powered by GitBook
On this page

Was this helpful?

  1. অধ্যায়ঃ১ পাইথন বেসিক

কন্সট্যান্টস

ভ্যারিয়েবল মান সবসময় পরিবর্তনীয়। কিন্তু আমরা যদি চাই যে কোন আইডে-ন্টিফাইয়ারের মান পরিবর্তন না হোক মানে ধ্রবক থাকুক তাহলে সে আইডেন্টি-ফাইয়ারের নামের প্রতিটি অক্ষর আপার কেজ লেটারে লিখতে হয়। তবে এটি একটি কনভেনশন মানে আপার কেজ লেটারে না লিখলে ও এরর দেখাবে না। পাইথন একে ভ্যারিয়েবল হিসেবেই নিবে। শুধু প্রোগ্রামকে রিডেবল করতে এই নিয়ম মানা জরুরি।

Previousভ্যারিয়েবলNextআইডেন্টিফাইয়ারস

Last updated 4 years ago

Was this helpful?