রিজার্ভড কি-ওয়ার্ডস
Last updated
Last updated
যে শব্দ গুলো পাইথনে আগে থেকেই কোন না কোন কাজের জন্য ডিফাইন করা আছে সেগুলো হচ্ছে কি-ওয়ার্ড বা রিজার্ভড ওয়ার্ডস। কোন প্রোগাম লিখার সময় খেয়াল রাখতে হবে যাতে কোন আইডেন্টিফায়ারের নাম আর রিজার্ভড ওয়ার্ডসের নাম একই না হয়৷