ইন্ডেনটেশন
Last updated
Last updated
ইন্ডেন্টেশন হচ্ছে নির্দিষ্ট সংখ্যক স্পেস। সাধারণত এক ট্যাব বা চারটি স্পেস কে স্ট্যান্ডার্ড ধরা হয়। তবে এটি ভ্যারিয়েবল, আমরা চাইলে এর মান পরিবর্তন করে দিতে পারি । পাইথনে স্পেসিং বা ইন্ডেন্টেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ পাইথনে কোড ব্লক বুঝানোর জন্য কোন ব্র্যাকেট ব্যবহার করা হয় না৷ তাই ক্লাস বা ফাংশন লিখার সময় কোড ব্লকের শুরু বা শেষ বুঝাতে ইন্ডেন্টেশনের ব্যবহার করা হয়। ইন্ডেন্টেশনের জন্য ট্যাবের বিপরীতে স্পেস ব্যবহার করাই উচিত।