ভ্যারিয়েবল

ভ্যারিয়েবল হচ্ছে একটা পাত্র যেখানে আমরা কোন ডেটা রাখি। পাইথনে কোন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য ডেটা টাইপ উল্লেখ করতে হয় না। পাইথন নিজেই কোন ডেটা টাইপের ভ্যারিয়েবল সেটা ডিফাইন করে নেয়।

>>> a = 100      #An integer type variable 
>>> b = 253.64   #A float type variable
>>> c = "Python" #A string type variable

পাইথনে একসাথে একাধিক ভ্যারিয়েবলও ডিক্লেয়ার করা যায়।

>>> a, b, c = 100, 474.7, "Python"

Last updated